রিয়ালকে রুখে দিল আতলেতিকো

মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বি শেষ হলো ১-১ গোলের সমতায়। স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে নিজেদের মাঠে এগিয়ে গিয়েও হতাশা নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2014, 04:02 AM
Updated : 20 August 2014, 08:03 AM

বদলি হিসেবে নামা নতুন তারকা হামেস রদ্রিগেসের গোলে সান্তিয়াগো বার্নাবেউতে জয়ই দেখছিল স্বাগতিকরা। কিন্তু ম্যাচের শেষ দিকে চ্যাম্পিয়ন্স লিগ জয়ীদের হতাশায় পুড়িয়ে আতলিকোকে সমতায় ফেরান রাউল গার্সিয়া।

মঙ্গলবার শুরু থেকে মাঠে নামা রোনালদো জ্বলে উঠতে পারেন নি। বাঁ পায়ে ব্যথার জন্য বিরতির পর তাকে মাঠে নামাননি কোচ কার্লো আনচেলত্তি। পর্তুগিজ তারকার জায়গায়তেই প্রথমবারের মতো সান্তিয়াগো বার্নাবেউয়ে খেলতে নামনে কলম্বিয়ার রদ্রিগেস।

এক সপ্তাহ আগে সেভিয়াকে হারিয়ে ইউরোপিয়ান সুপার কাপ জেতা রিয়াল মাদ্রিদ তেমন গোছানা ফুটবল খেলতে পারেনি। বরং গত মৌসুমে দলকে লিগ শিরোপা জেতাতে গুরত্বপূর্ণ ভূমিকা রাখা দিয়েগো কস্তা, ফিলিপে লুইস, দাভিদ ভিয়া আর থিবো করতোয়া দল ছাড়লেও কয়েকজন নতুন মুখ নিয়ে নামা আতলেতিকো দৃঢ়তা দেখিয়েছে।

ম্যাচে বল দখলে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদই। তবে অতিথিরা ম্যাচের শুরুর দিকে প্রথম গোলে শট নেয়। মারিও মানজুকিচ আর গার্সিয়ার আক্রমণ ঠেকিয়ে দেন ইকের কাসিয়াস। অন্যদিকে সুযোগ নষ্ট করেন রিয়াল মাদ্রিদের গ্যারেথ বেল ও নতুন যোগ দেয়া টনি ক্রুস।

উয়েফা সুপার কাপে সেভিয়ার বিপক্ষে খেলতে নেমে তেমন নজর কাড়তে পারেননি রদ্রিগেস। সান্তিয়াগো বার্নাবেউতে নিজের গোল করার দক্ষতার প্রমাণ দিয়েছেন ব্রাজিল বিশ্বকাপের এই সর্বোচ্চ গোলদাতা। ম্যাচের ৮০তম মিনিটে জটলায় বল পেয়ে জালে জড়াতে ভুল করেননি কলম্বিয়ার এই মিডফিল্ডার। করিম বেনজেমার শট প্রতিহত হয়ে ফিরে এলে শটটি নিয়েছিলেন রদ্রিগেস; বল প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে গোলরক্ষককে ফাঁকি দেয়।

তবে নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে কর্নার থেকে বল পেয়ে কাসিয়াসকে পরাস্ত করেন গার্সিয়া।

মূল্যবান অ্যাওয়ে গোল পাওয়ায় আগামী শুক্রবার নিজেদের মাঠে দ্বিতীয় লেগে খেলতে নামার আগে কিছুটা এগিয়ে থাকবে দিয়েগো সিমেওনের দল।