মরিনিয়োর ফাব্রেগাস স্তুতি

কারও প্রশংসার বেলায় এমনিতে খুব কৃপণ জোসে মরিনিয়ো। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির হয়ে প্রথম ম্যাচ খেলেই কোচের প্রশংসার বৃষ্টিতে ভাসলেন সেস ফাব্রেগাস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2014, 11:32 AM
Updated : 19 August 2014, 11:32 AM

সোমবার বার্নলির মাঠ থেকে চেলসির ৩-১ গোলের জয় নিয়ে ফেরায় বড় অবদান রাখেন ফাব্রেগাস। দুটি গোলের উৎস ছিলেন তিনি। তার অসাধারণ পারফরম্যান্সেই পিছিয়ে পড়েও জয় নিয়ে ফিরতে পারে চেলসি।

এমন পারফরম্যান্সের পর ফাব্রেগাসে মুগ্ধ মরিনিয়ো। আর্সেনালের সাবেক অধিনায়ককে 'মায়েস্ত্রো' বলেই উপাধি দিলেন পর্তুগালের এই কোচ।

"সেসের ম্যাচসেরা হওয়ার সঙ্গে আমি একদম একমত। ম্যাচের গতিপ্রকৃতি নিয়ন্ত্রণ করেছে সে এবং আমাদের খেলার সেরা অংশটায় অবদান তারই।"

২৭ বছর বয়সী স্পেনের এই মিডফিল্ডার এই জুনেই বার্সেলোনা থেকে চেলসিতে নাম লেখান। ২ কোটি ৭০ লাখ পাউন্ডের বিনিময়ে তাকে দলে টেনে চেলসি যে ভুল করেনি, প্রথম ম্যাচেই যেন তার প্রমাণ দিলেন ফাব্রেগাস।

তবে ফাব্রেগাসের এখনো অনেক কিছু দেয়ার আছে বলে মনে করেন মরিনিয়ো।

"আমি আশা করি, তার মধ্যে এর চেয়েও বেশি কিছু আছে। আমরা জানি, তার সামর্থ্য আছে।"

২১তম মিনিটে জার্মানির আন্দ্রে শুরলের গোলটি ফাব্রেগাসের অসাধারণ এক পাস থেকেই হয়। তবে মরিনিয়ো এর চেয়েও বড় মনে করেন তার ম্যাচ নিয়ন্ত্রণের বিষয়টিকে।