ম্যানইউতে যাওয়া নিশ্চিত করলেন রোহো

শেষ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়া নিশ্চিত হয়েছে মার্কোস রোহোর। আর্জেন্টিনার ব্রাজিল বিশ্বকাপের তারকা তার দেশের এক রেডিওতে নিজেই এটা জানিয়েছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2014, 10:46 AM
Updated : 19 August 2014, 10:46 AM

রোহো জানান, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিতে যোগ দিতে পারা তার জন্য হবে একটি স্বপ্ন পূরণ।

ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা উপহার দেয়ার পর আর্জেন্টিনার ডিফেন্ডার রোহোকে দলে নিতে চায় ইউনাইটেড। ডিফেন্ডার রোহোও চাইছিলেন ইংল্যান্ডের সফল ক্লাবটিতে যোগ দিতে।

তবে ট্রান্সফার ফি নিয়ে বনিবনা না হওয়ায় বিষয়টি ঝুলে যায়।

আবার যে সবকিছু ঠিক হয়ে গেছে, সেটা বোঝা গেল রোহোর কথায়। রোহোর সঙ্গে ইউনাইটেডের চুক্তিটি ৪ বছরের জন্য হচ্ছে বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যম।

গত মাসে শেষ হওয়া বিশ্বকাপে ফাইনালসহ জাতীয় দলের হয়ে সবকটি ম্যাচেই লেফট-ব্যাকের দায়িত্বে ছিলেন রোহো। নাইজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ৩-২ গোলের জয়ে একটি গোলও করেছিলেন ২৪ বছর বয়সী এই খেলোয়াড়।

রিও ফার্ডিনান্ড ও নেমানিয়া ভিদিচের ওল্ড ট্র্যাফোর্ড ছেড়ে যাওয়ার শূন্যতা ইউনাইটেডের নতুন কোচ লুইস ফন গাল রোহোকে দিয়ে পূরণ করতে চান।