রেফারিকে ধাক্কা মেরে নিষিদ্ধ ব্রাজিলের ফুটবলার

ব্রাজিলের ক্লাব করিন্থিয়ান্সের মিডফিল্ডার পেত্রোসকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করেছে দেশটির ক্রীড়া ট্রাইবুনাল। ম্যাচ চলাকালে রেফারিকে ধাক্কা দেয়ার অপরাধেই এই শাস্তি দেয়া হয় ব্রাজিলের আক্রমণাত্মক মিডফিল্ডারকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2014, 09:02 AM
Updated : 19 August 2014, 11:25 AM

ঘটনাটি ঘটে ১০ অগাস্ট ব্রাজিলের লিগে সান্তোসের বিপক্ষে করিন্থিয়ান্সের ম্যাচের সময়। হঠাৎ করেই রেফারি রাফায়েল ক্লাউসের দিকে ছুটে গিয়ে তার পিঠে ধাক্কা মারেন পেত্রোস।

ধাক্কা খেয়ে রেফারি প্রায় পড়েই যাচ্ছিলেন। তবে পেত্রোস এটা ইচ্ছা করে করেন বলে তখন তার মনে হয়নি। পরে বিষয়টি খতিয়ে দেখে ব্রাজিলের ক্রীড়া আদালত।

এই ঘটনার কয়েক সেকেন্ড আগে করিন্থিয়ান্সের এক খেলোয়াড় বল নিয়ে যাওয়ার পথে রেফারি সামনে পড়েন। সতীর্থের এই বাধা পাওয়ায় রেফারির ওপর বিরক্তি প্রকাশ করেছিলেন পেত্রোস।

শাস্তি পাওয়ার পর প্রতিক্রিয়ায় পেত্রোস অবশ্য জানান, ইচ্ছা করে এই কাজ তিনি করেননি।

করিন্থিয়ান্সের আইনজীবী এই শাস্তির বিরুদ্ধে আপিল করবে বলে জানায় ব্রাজিলের লিগে তৃতীয় স্থানে থাকা জনপ্রিয় ক্লাবটি।