চ্যাম্পিয়নই থাকছেন না ইউএস ওপেনে

কব্জির চোট থেকে সেরে না ওঠায় ইউএস ওপেনে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন রাফায়েল নাদাল। বছরের শেষ এই গ্র্যান্ড স্ল্যামে অংশ না নেয়ার কথা সোমবার ফেইসবুকে জানিয়েছেন গতবারের চ্যাম্পিয়ন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2014, 03:24 PM
Updated : 18 August 2014, 07:21 PM

গত মাসে অনুশীলনের সময় ডান কব্জিতে চোট পান ২৮ বছর বয়সী এই তারকা। ওই চোটের কারণে টরোন্টোর রজার্স কাপ এবং সোমবার শেষ হওয়া সিনসিনাটি ওপেনে খেলতে পারেননি স্পেনের এই খেলোয়াড়।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের এই প্রতিযোগিতায় ২০১০ সালেও শিরোপা জিতেছিলেন নাদাল।

আগামী ২৫ অগাস্টে শুরু হতে যাওয়া এবারের আসরে নাদালের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয় শিরোপা জেতার। কিন্তু ভাগ্যের ফেরে চেষ্টাটাই করতে পারলেন না তিনি।

নিজের ফেইসবুক অ্যাকাউন্টে ১৪টি গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ী নাদাল বলেন, “খুব দু:খের সঙ্গেই আমাকে জানাতে হচ্ছে যে, এই বছরের ইউএস ওপেনে আমি খেলতে পারবো না।”