বোল্টের রিও জয়

অলিম্পিকের আগামী আসরের স্বাগতিক শহর রিও দে জেনেইরোয় আগেভাগেই নিজের গতির প্রমাণ দিলেন উসাইন বোল্ট। কোপাকাবানা সমুদ্র সৈকতে ১০০ মিটারের ট্র্যাকে ১০.০৬ সেকেন্ড সময় নিয়ে সবার আগে দৌড় শেষ করেন তিনি।  

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2014, 12:15 PM
Updated : 18 August 2014, 12:17 PM

অবশ্য ৯.৫৮ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটার দৌড় শেষ করার বিশ্ব রেকর্ড যার দখলে তার কাছে ১০ সেকেন্ডের বেশি সময় নিয়ে দৌড় শেষ করা আর তেমন বড় কি ঘটনা। তবে ট্র্যাকটা যেহেতু সমুদ্র পাড়ে, তাই এর গুরুত্বও কম নয়।

তাছাড়া বিশেষভাবে তৈরি করা ট্র্যাকে মানো আ মানো' (হাত থেকে হাত) নামের বিশেষ ইভেন্ট ওই সময় নিয়েই জ্যামাইকান গতিমানব বোল্ট অনায়াসেই পেছনে ফেলেন ব্রিটিশ দৌড়বিদ মার্ক লুইস ফ্রান্সিস ও যুক্তরাষ্ট্রের ওয়ালেস স্পিয়ারমনকে।

১০.৪৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন লুইস।