অবশেষে মাঠে নামছেন সুয়ারেস

যেকোনো ধরণের ফুটবলে চার মাসের নিষেধাজ্ঞা থাকলেও ক্লাবের হয়ে 'অনানুষ্ঠানিক' ম্যাচ খেলতে বাধা নেই লুইস সুয়ারেসের। আপিলের পর আন্তর্জাতিক ক্রীড়া আদালতের এই রায়ের ফলে প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে লিওনের বিপক্ষে প্রথমবারের মতো বার্সেলোনার জার্সিতে মাঠে নামতে পারেন উরুগুয়ের এই স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2014, 02:11 PM
Updated : 18 August 2014, 08:53 AM

সোমবার ঘরের মাঠ ক্যাম্প নউতে ম্যাচটি খেলবে স্পেনের ক্লাব বার্সেলোনা। আর ওই ম্যাচে সুযারেসের খেলার সম্ভাবনার কথাটি রোববার সকালের প্রস্তুতি শেষে জানান বার্সেলোনার কোচ লুইস এনরিকে।

ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ইতালির জর্জো কিয়েল্লিনিকে কামড় দেয়ায় সুয়ারেসকে যেকোনো ধরণের ফুটবলে চার মাস ও আন্তর্জাতিক ফুটবলে ৯ ম্যাচ নিষিদ্ধ করে ফিফা।

এরপর গত মাসের মাঝামাঝি সময়ে বার্সেলোনায় যোগ দিলেও ফিফার দেয়া শাস্তির কারণে এতদিন খেলা তো দূরের কথা, নতুন দলের সতীর্থদের সঙ্গে অনুশীলনেও নামতে পারেননি ২৭ বছর বয়সী সুয়ারেস।

সুয়ারেসের আপিলের পর আন্তর্জাতিক ক্রীড়া আদালত শাস্তি না কমালেও বার্সেলোনার হয়ে তার অনুশীলন করার অনুমতি দেয়। সঙ্গে ‘অনানুষ্ঠানিক’ প্রস্তুতিমূলক ম্যাচেও তাকে খেলার অনুমতি দেয় সংস্থাটি।