কাসোরলার মুখে রেফারির ভ্যানিশিং স্প্রে!

ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেকে ভালোই সুনাম কুড়িয়েছে ভ্যানিশিং স্প্রে। তবে ফুটবলের সঙ্গে যুক্ত হওয়া নতুন এই স্প্রে বিপত্তি ঘটিয়েছে এমিরেটস স্টেডিয়ামে। আর্সেনাল-ক্রিস্টাল প্যালেসের ম্যাচে রেফারির ভুলে ভ্যানিশিং স্প্রে পড়েছে সান্তি কাসোরলার মুখ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2014, 09:53 AM
Updated : 17 August 2014, 09:59 AM

আর্সেনালেরমাঠ এমিরেটসে ম্যাচটি পরিচালনা করছিলেন রেফারি জোনাথন মস। এর আগে কখনোই ভ্যানিশিং স্প্রেব্যবহার করেননি তিনি।

একটি ফ্রি-কিকেরসময় রেফারি বলের জায়গা চিহ্নিত করতে মাঠে স্প্রে দিতে যান। কিন্তু কিছুতেই স্প্রে করতেপারছিলেন না মস। সমস্যাটা কী তা দেখার জন্য স্প্রেটি উপরে তুলে চাপ দেন তিনি। পেছনেদাড়িয়ে বিষয়টি দেখছিলেন ফ্রি-কিক নিতে যাওয়া কাসোরলা। স্প্রে কাজ করল এবং একসঙ্গে অনেকগুলোফেনা বের হয়ে গিয়ে কাসোরলার মুখে পড়ল।

২-১ গোলে ম্যাচজেতা আর্সেনাল তখনো ১-০ ব্যবধানে পিছিয়ে ছিল। তবে এমন একটি ঘটনায় পুরো এমিরেটস স্টেডিয়াম জুড়েহাসির রোল উঠল। এমন ঘটনা ঘটলে আনন্দ না পেয়ে কী আর পারা যায়!