ইতালির নতুন কোচ আন্তনিও কোনতে

ইউভেন্তুসের সঙ্গে চুক্তি বাড়িয়েও গত মাসে পদত্যাগ করেছিলেন কোচ আন্তনিও কোনতে। তখনই শোনা যাচ্ছিল, ইতালি জাতীয় দলের দায়িত্ব নিতেই এই অবাক করা সিদ্ধান্ত। শেষ পর্যন্ত তাকেই ইতালির কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2014, 05:36 AM
Updated : 15 August 2014, 05:36 AM

২০১৬ সাল পর্যন্ত ইতালির কোচ হিসেবে থাকবেন ইউভেন্তুসকে টানা তিনটি সেরি আ শিরোপা জেতানো কোনতে।

ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ইতালি বিদায় নেয়ার পর পদত্যাগ করেছিলেন আগের কোচ চেজারে প্রানদেল্লি।

ইতালির সাবেক মিডফিল্ডার ৪৫ বছর বয়সী কোনতে এর আগে ইতালির বারি ও সিয়েনার কোচের দায়িত্ব পালন করেছেন।

খেলোয়াড় হিসেবে ইউভেন্তুসে ১৩ বছর কাটানো কোন্তে ক্লাবটির কোচের দায়িত্ব নেন ২০১১ সালে।

ইতালির ফুটবল ফেডারেশন জানায়, ইতালি ২০১৬ সালের ইউরোর চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে পারলে নির্ধারিত বেতনের বাইরেও বোনাস পাবেন কোনতে। ফিফা র‌্যাঙ্কিংয়ের প্রথম পাঁচটি স্থানের মধ্যে ইতালি উঠতে পারলে পাবেন বাড়তি বোনাস। আর দলকে ইউরো ২০১৬ এর ফাইনালে তুলতে পারলে তৃতীয় বোনাস পাবেন এই কোচ।

বোনাসের এই ঘোষণা থেকেই কোনতের প্রাথমিক তিন লক্ষ্য সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে।