ইউরোপ সেরার লড়াইয়ে রোনালদো, নেই মেসি

প্রাথমিক মনোনয়নে দশজনের মধ্যে ছিলেন, কিন্তু ইউরোপের সেরা ফুটবলার হওয়ার লড়াইয়ে তিন জনের সংক্ষিপ্ত তালিকা থেকে ছিটকে গেলেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি। টিকে আছেন রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদো আর বায়ার্ন মিউনিখের মানুয়েল নয়ার ও আরিয়েন রবেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2014, 04:39 AM
Updated : 15 August 2014, 04:51 AM

২০১০-১১ মৌসুমের জন্য উয়েফার ইউরোপের সেরা ফুটবলারের প্রথম পুরস্কারটি জিতেছিলেন মেসিই। গত দুই বছর পুরস্কার পেয়েছিলেন যথাক্রমে আন্দ্রেস ইনিয়েস্তা ও ফ্রাঙ্ক রিবেরি।

মেসির মতোই সংক্ষিপ্ত তালিকায় আসতে পারেননি প্রাথমিক মনোনয়ন পাওয়া লুইস সুয়ারেস, আনহেল দি মারিয়া, ফিলিপ লাম, টমাস মুলার, দিয়েগো কস্তা ও হামেস রদ্রিগেস।

২০১৩-১৪ মৌসুমে পারফরম্যান্সের ওপর ভিত্তি করে সাংবাদিকদের ভোটে সংক্ষিপ্ত তালিকার জন্য তিনজনকে বেছে নেয়া হয়।

গোলরক্ষক নয়ার জার্মানিকে বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রতিযোগিতার সেরা গোলরক্ষকের পুরস্কারও পান তিনি।

বায়ার্নের হয়ে ২১ গোল করেন রবেন। ব্রাজিল বিশ্বকাপের সেমি-ফাইনালে নেদারল্যান্ডসকে তুলতে তিনটি গোলও করেন তিনি।

রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার পথে রেকর্ড ১৭টি গোল করেন পর্তুগালের অধিনায়ক রোনালদো।

মোনাকোতে আগামী ২৮ অগাস্ট চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে সাংবাদিকদের ভোটে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।