ম্যান ইউয়ের বিপক্ষে দর্শক রোনালদো

চোট থেকে সেরা ওঠা ক্রিস্তিয়ানো রোনালদোকে নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে চান না কার্লো আনচেলত্তি। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে পর্তুগালের এই তারকাকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2014, 07:10 AM
Updated : 2 August 2014, 07:10 AM

পুরনো চোট থেকে সেরে ওঠা রোনালদো ইতোমধ্যে ক্লাবের সঙ্গে যোগ দিয়েছেন। ইউনাইটেডের বিপক্ষে শনিবারের ম্যাচের আগে রোনালদো পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে ধারণা করা হলেও রিয়ালের কোচ তাকে খেলানোর সম্ভাবনা উড়িয়ে দেন।

“দল থেকে আলাদা হয়ে রোনালদো একা একা অনুশীলন করছে। সুতরাং ইউনাইটেডের বিপক্ষে সে খেলবে না”।

মিশিগান স্টেডিয়ামে ইউরোপের এই দুটি জনপ্রিয় দলের এই ম্যাচে প্রায় এক লাখেরও বেশি দর্শক আসতে পারে। তাছাড়া নতুন দলের হয়ে পুরনো দলের বিপক্ষে ফিফা ব্যালন ডি'অর জয়ী এই রোনালদোর ফুটবল যাদু দেখার অপেক্ষায়ও আছে যুক্তরাষ্ট্রের মানুষ। কিন্তু তাদের সে ইচ্ছে আর পূরণ হচ্ছে না।

প্রথম দুই ম্যাচের দুটিতেই হেরে ইতোমধ্যে এই প্রতিযোগিতার শিরোপা লড়াই থেকে ছিটকে পড়েছে গত মৌসুমের ইউরোপ সেরা রিয়াল।

আগামী ১২ অগাস্ট সেভিয়ার বিপক্ষে উয়েফা সুপার কাপে রোনালদোকে খেলানোর সিদ্ধান্ত জানান আনচেলত্তি।