রবেনদের সহকারী কোচ নিস্টেলরয়

আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে প্রথমবারের মতো কোচিংয়ের দায়িত্ব পেলেন রুড ফন নিস্টেলরয়। শুক্রবার ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দলের সহকারী কোচ হিসেবে কাজ করবেন দেশটির সাবেক এই স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2014, 11:59 AM
Updated : 1 August 2014, 04:02 PM

জাতীয় দলের হয়ে ৭০ ম্যাচে ৩৫ গোল করা নিস্টেলরয় ক্লাব ফুটবলেও ছিলেন বেশ সফল। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে একটি প্রিমিয়ার লিগসহ চারটি শিরোপা জেতা এই তারকা রিয়াল মাদ্রিদের হয়েও দুটি লিগ শিরোপা জেতেন।

২০১২ সালে ফুটবলকে বিদায় জানানোর পরের বছর ডাচ ক্লাব পিএসভি এইন্ডহোভেনের অনূর্ধ্ব-১৭ দলের শিক্ষানবিশ সহকারী কোচ হিসেবে কাজ শুরু করেন নিস্টেলরয়।

৬৭ বছর বয়সী হিডিঙ্কের সহকারীর ভূমিকায় নিস্টেলরয়ের সঙ্গে থাকবেন দেশটির আরেক সাবেক ডিফেন্ডার ড্যানি ব্লিন্ড।

গোলরক্ষক কোচ হিসেবে কাজ করবেন ৪৭ বছর বয়সী সাবেক ডাচ গোলরক্ষক প্যাট্রিক লোডভিক।