তেতে থাকা সুয়ারেসের প্রত্যাশা পিকের

ব্রাজিল বিশ্বকাপে কামড়-কাণ্ডে চার মাস ফুটবলের বাইরে থাকতে হওয়ায় নিশ্চয় তেতে আছেন লুইস সুয়ারেস। নতুন ক্লাব সতীর্থ জেরার্দ পিকে তাই মনে করছেন, নিষেধাজ্ঞা কাটিয়ে বার্সেলোনার হয়ে মাঠে নেমে তাই নিজেকে প্রমাণ করতে মরিয়া হয়ে থাকবেন উরুগুয়ের এই তারকা ফুটবলার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2014, 04:17 PM
Updated : 1 August 2014, 11:00 AM

ব্রাজিল বিশ্বকাপে ইতালির ডিফেন্ডার জর্জো কিয়েল্লিনিকে কামড় দিয়ে নয়টি আন্তর্জাতিক ম্যাচেও নিষিদ্ধ হন উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেস। লিভারপুল থেকে এই মৌসুমে বার্সেলোনায় যোগ দেয়া সুয়ারেসের লা লিগায় অভিষেক হতে অক্টোবরের শেষ দিকে ‘এল ক্লাসিকো’ দিয়ে।

ইংল্যান্ডে বার্সেলোনার মৌসুম পূর্ব অনুশীলন ক্যাম্পে এক সংবাদ পিকে বলেন, “আপাতত সুয়ারেসকে অপেক্ষা করতে হবে। তবে ফিরে আসার পর নিজেকে এই গ্রহের অন্যতম সেরা স্ট্রাইকার প্রমাণে মরিয়া থাকবে সে।”

গত মৌসুমে বড় কোনো শিরোপা জিততে না পারা বার্সেলোনার আক্রমণভাগে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি, ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমারের সঙ্গী হবেন সুয়ারেস।

অগাস্টের শেষ সপ্তাহে এলচে ম্যাচ দিয়ে লা লিগার শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু হবে বার্সেলোনার।