ব্রাজিল বিশ্বকাপে পোয়াবারো বিয়ার কোম্পানিগুলোর

বিশ্বকাপ হলো ব্রাজিলে, আর এর সুফল পেল জার্মানি। বিশ্বকাপ হাসি ফুটিয়েছে জার্মানির বিয়ার কোম্পানিগুলোর মালিকদের মুখেও। কারণ, বিশ্বকাপ উপলক্ষে তাদের বিক্রি বেড়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2014, 02:46 PM
Updated : 31 July 2014, 02:46 PM

২০১৪ সালের প্রথম ৬ মাসে জার্মানিতে বিয়ার বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৪ কোটি ৮০ লাখ হেক্টোলিটার। গত বছরের এই সময়ের তুলনায় এটা ৪.৪ শতাংশ বেশি। এর মধ্যে বিশ্বকাপের মাস জুনেই বিক্রি হয়েছে ৯৭ লাখ হেক্টোলিটার বিয়ার।

বৃহস্পতিবার বিয়ারের বিক্রি বাড়ার এই খবরটি জানায় দেশটির পরিসংখ্যান অফিস।

গত দুই দশক ধরে জার্মানিতে বিয়ার বিক্রি কমছিল। এ বছরের এই বিক্রি বৃদ্ধি তাই দেশটির বিয়ার কোম্পানিগুলোর জন্য দারুণ এক সুসংবাদ।

১৩ জুলাই ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিতে জার্মানি। এর পর শিরোপা উদযাপনের সময়েও জার্মানির মানুষ প্রচুর বিয়ার কেনে এবং বিক্রি অনেক বেড়ে যায়।

বছরের শেষ ৬ মাসেও তাই আগের বছরের চেয়ে বিক্রির হার বাড়বে বলেই মনে করে জার্মানির বিয়ার কোম্পানিগুলো।