চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রদ্রিগেস

ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেল, করিম বেনজেমা আর আনহেল দি মারিয়া-রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের বড় চার নাম। স্পেনের লা লিগার ক্লাবটির আক্রমণভাগে নিয়মিত জায়গা করে নিতে এই চতুষ্টয়ের সঙ্গে লড়াই করতে হবে হামেস রদ্রিগেসকে। এ মৌসুমেই রিয়ালে নাম লেখানো কলম্বিয়ার ফরোয়ার্ড এর জন্য তৈরি বলে জানিয়েছেন।

স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2014, 11:15 AM
Updated : 31 July 2014, 11:15 AM

ব্রাজিল বিশ্বকাপে নজর কাড়া ফুটবল উপহার দেয়া রদ্রিগেস এ মাসেরই গোড়ার দিকে মোনাকো থেকে রিয়াল মাদ্রিদে নাম লেখান। রদ্রিগেস জানেন, তারকা-সমৃদ্ধ রিয়াল মাদ্রিদে তিনি সহজেই শুরুর একাদশে জায়গা পাবেন না।

“আশা করছি শুরুর একাদশে খেলব। তবে নিজের জায়গাটা আমাকে তৈরি করে নিতে হবে। অনেক বছর কাটানো খেলোয়াড় আছে এখানে।”

রিয়াল মাদ্রিদে দি মারিয়া যে জায়গায় খেলেন, কলম্বিয়া দলে প্রায় সেখানেই খেলেন রদ্রিগেস। সে ক্ষেত্রে রিয়ালে রদ্রিগেসের জায়গা পরিবর্তনও হয়ে যেতে পারে। এ নিয়ে অবশ্য ভাবেন না ব্রাজিল বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী রদ্রিগেস।

“কোচ যেখানে চাইবেন, আমি সেখানেই খেলব। আমি ডান বা বাঁ উইং অথবা আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবেও খেলতে পারি।”

রিয়াল মাদ্রিদে জিনেদিন জিদানের ১০ নম্বর জার্সিটা পড়বেন রদ্রিগেস। এর ভার নিতে পারবেন তো তিনি? শিশুর মতো চেহারার রদ্রিগেস জানালেন, ১০ নম্বর জার্সি পড়ার অনেক চাপ থাকলেও তিনি এর প্রত্যাশা মেটাতে পারবেন।