রোনালদোর বিরুদ্ধে আরেক সিআরসেভেনের মামলা!

রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো ভক্তদের কাছে 'সিআর সেভেন' নামেও পরিচিত। সেটাকে কাজে লাগিয়ে 'সিআরসেভেন' ব্র্যান্ডের পণ্যও বাজারে এনেছে তার কোম্পানি। আর তাতেই বেধেছে বিপত্তি। যুক্তরাষ্ট্রে 'সিআরসেভেন' নামটি আগেই ট্রেডমার্ক করে রাখা এক ব্যক্তি মামলা ঠুকে দিয়েছেন রোনালদোর বিরুদ্ধে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2014, 07:44 AM
Updated : 31 July 2014, 09:22 AM

যুক্তরাষ্ট্রের এই সিআরসেভেন হচ্ছেন রোড আইল্যান্ডের বাসিন্দা ৪৩ বছর বয়সী ক্রিস্টোফার রেনজি। রোড আইল্যান্ড ফেডারেল কোর্টে এক আরজিতে রেনজি জানান, রোনালদোর কোম্পানির আইনজীবীরা ট্রেডমার্ক স্বত্ব তুলে নেয়ার জন্য তাকে চিঠি দিয়েছে। কারণ কোম্পানিটি রোনালদোর সিআরসেভেন অন্তর্বাস নিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে ঢোকার পরিকল্পনা করছে।

রোনালদো সিআরসেভেন ব্র্যান্ডের অন্তর্বাস বাজারে ছাড়ার দায়িত্ব দেন ডেনমার্কের কোম্পানি জেবিএস টেক্সটাইল গ্রুপকে। কোম্পানিটি যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসেও রেনজির ট্রেডমার্ক স্বত্ব বাতিল করার আবেদন জানায়।

রেনজি তাই নিজের ট্রেডমার্ক রক্ষায় আদালতে মামলা ঠুকেছেন।

রেনজির আইনজীবী জানান, ২০০৯ সালে 'সিআরসেভেন' নামটি নিবন্ধন করান রেনজি। এ নামে তিনি জিনস ও টিশার্টও বের করেছেন। ওয়েবসাইটে এই নামে শরীরচর্চার বিজ্ঞাপন ছেড়েছেন তিনি।

রেনজির মামলার নথিতে বলা হয়, নামের প্রথম অক্ষর আর তার জন্ম তারিখ মিলিয়ে 'সিআরসেভেন' নামটি বের করেছেন তিনি।

আর জেবিএসের বক্তব্য হচ্ছে, রোনালদোর নাম ভাঙ্গিয়ে লাভবান হওয়ার জন্যই রেনজির এই কৌশল।

বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়াবিদ রোনালদো শুধু অন্তর্বাসই নয় সিআরসেভেন ব্র্যান্ডের শার্ট ও জুতাও বাজারে আনছেন।