চলে গেলেন আর্জেন্টিনার ফুটবল প্রধান

বিশ্বকাপ ফাইনালে জার্মানির কাছে হারের পর আরেকটি বড় ধাক্কা খেল আর্জেন্টিনার ফুটবল। বুধবার মারা গেছেন দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ও ফিফার অন্যতম শীর্ষ কর্মকর্তা হুলিও গ্রন্দোনা।

স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোন ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2014, 06:34 PM
Updated : 31 July 2014, 03:06 AM

১৯৭৯ সালে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রেসিডেন্ট হন গ্রন্দোনা। রাজধানী বুয়েনস আইরেসের একটি হাসপাতালে ৮২ বছর বয়সে মারা যান ফিফার এই সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট। ১৯৮৮ সাল থেকেই তিনি ফিফার নির্বাহী কমিটির সদস্য। ফিফায় সভাপতি জেপ ব্লাটারের পরই ছিল তার স্থান।

রয়টার্স জানায়, অসুস্থ হয়ে পড়ায় বুধবার হাসপাতালে ভর্তি করা হয় গ্রন্দোনাকে। কিন্তু অস্ত্রোপচারের আগেই তিনি মারা যান।

বন্ধু গ্রন্দোনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ব্লাটার। আর্জেন্টিনায় শনিবার ও রোববারের সব ঘরোয়া ফুটবল ম্যাচ স্থগিত রাখা হয়েছে।

২০১৫ সালে এএফএর দায়িত্ব ছাড়ার কথা এ বছরের শুরুতে জানিয়েছিলেন গ্রন্দোনা। তার মৃত্যুর পর সংস্থাটির দায়িত্ব নিচ্ছেন ভাইস-প্রেসিডেন্ট লুইস সেগুরা।