অপহরণের পর মুক্ত তেভেসের বাবা

বুয়েনস আইরেসে অপহরণকারীদের হাত থেকে মুক্তি পেয়েছেন কার্লোস তেভেসের বাবা। ইউভেন্তুসের ফরোয়ার্ডের আইনজীবী জানিয়েছেন, মঙ্গলবার মুক্তি পাওয়া সেগুন্দো তেভেস শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ আছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2014, 08:30 AM
Updated : 30 July 2014, 08:32 AM

আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের পশ্চিমের শহর মরনে থেকে তেভেসের বাবাকে অপহরণ করা হয় বলে স্থানীয় গণমাধ্যমে বল হয়।

আর্জেন্টিনার পুলিশ জানায়, অপহরণকারীরা মুক্তিপণ চেয়ে ফোনও করে। তবে মুক্তিপণ দেয়া হয়েছে কিনা, তেভেসের আইনজীবী জানাননি। সংবাদমাধ্যমের খবর, মুক্তিপণ হিসেবে অপহরণকারীরা ছয় অঙ্কের অর্থ দাবি করেছিল।

মঙ্গলবার ইউভেন্তুস জানিয়েছিল, তেভেস পারিবারিক কারণে বুধবার প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন না।

আর্জেন্টিনায় পেশাদার ফুটবলারদের আত্মীয়দের অপহরণ করার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ২০০২ সালে হুয়ান রোমান রিকেলমের ভাই অপহরণের শিকার হয়েছিলেন। মুক্তিপণ দিয়েই তিনি ছাড়া পেয়েছিলেন বলে তখন সংবাদমাধ্যমগুলোতে জানানো হয়।