ইন্টার মিলানকে হারালো ম্যান ইউ

নতুন মৌসুম শুরুর আগে যুক্তরাষ্ট্রে প্রস্তুতিটা ভালোই হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে ইতালির ইন্টার মিলানকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়েছে লুইস ফন গালের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2014, 06:42 AM
Updated : 30 July 2014, 03:55 PM

টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইতালির আরেক দল রোমাকে ৩-২ গোলে হারিয়েছিল ইউনাইটেড। আর এর আগে প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল ইংল্যান্ডের ক্লাবটি।

ইন্টার মিলান প্রথম ম্যাচে টাইব্রেকারে হারিয়েছিল রিয়াল মাদ্রিদকে

মঙ্গলবার ম্যারিল্যান্ডের ফেডএক্স ফিল্ডে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র থাকে।

মঙ্গলবার অন্য ম্যাচে রোমার কাছে একমাত্র গোলে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নেয় চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল।

আগামী শনিবার স্বদেশি ক্লাব রোমার মুখোমুখি হবে ইন্টার মিলান। একই দিন ম্যানচেস্টার ইউনাইটেড লড়বে রিয়ালের বিপক্ষে।