বার্সেলোনার রেকর্ড আয়

মাঠে গত মৌসুমটি ভালো কাটেনি বার্সেলোনার। স্প্যানিশ সুপার কাপ ছাড়া কোনো শিরোপা জিততে পারেনি স্পেনের অন্যতম সফল দলটি। তবে ক্লাবের রেকর্ড আয়ের ক্ষেত্রে তা কোনো বাধা হতে পারেনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2014, 04:49 PM
Updated : 29 July 2014, 04:49 PM

বার্সেলোনা জানায়, ২০১৩-১৪ অর্থবছরে তাদের আয় ছিল ৫৩ কোটি ইউরো, যা এক বছরে ক্লাবটির সর্বোচ্চ আয়।

গত মৌসুমে আতলেতিকো মাদ্রিদের কাছে লা লিগার শিরোপা হারায় বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগেও তাদের কাছে হেরে বিদায় নেয় তারা। আর কোপা দেল রের ফাইনালে হারে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সহ-সভাপতি হাভিয়ের ফাউস ক্লাবের আর্থিক অবস্থা সম্পর্কে জানান।

গত মৌসুমে ৪ কোটি ১০ লাখ ইউরো লাভ করে বার্সেলোনা। এর চেয়ে বেশি লাভ একবারই করেছিল দলটি। ২০১১-১২ মৌসুমে তাদের লাভ ছিল ৪ কোটি ৯০ লাখ ইউরো।

ফোর্বসের সবচেয়ে দামি ক্লাবের তালিকায় বার্সেলোনার সামনে আছে কেবল রিয়াল মাদ্রিদ।