বিশ্ব সেরাদের চায় লা লিগা

ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো ছিলেন আগে থেকেই। আলো ছড়াতে তাদের সঙ্গে যোগ দিয়েছেন নেইমার, গ্যারেথ বেল, লুইস সুয়ারেসরা। বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় লিগ হতে আর কী চাই স্পেনের লা লিগার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2014, 04:34 PM
Updated : 29 July 2014, 04:34 PM

বাণিজ্যিক প্রতিপক্ষ ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে বেল, সুয়ারেসদের স্পেনে নিয়ে এসেছে লা লিগা। তবে এখানেই থামতে চান না স্পেনের শীর্ষ লিগের প্রধান হাভিয়ের তেবাস।

ব্রাজিল বিশ্বকাপ মাতানো হামেস রদ্রিগেস, টনি ক্রুসদের মতো তারকাদেরও ঠিকানা এখন লা লিগা। তবুও আরো তারকা চাই তেবাসের।

“আমরা থামতে যাচ্ছি না… আমরা বিশ্বের সেরা পাঁচশ খেলোয়াড়কে চাই।”

তিনি জানান, তারা নিশ্চিত করতে চান, বড় দলগুলো তাদের থাকবে আর বিশ্বের সেরা খেলোয়াড়রা তাদের লিগে খেলবে।

তবে বাণিজ্যিক দিক থেকে ইংল্যান্ডের ক্লাবগুলোর পিছিয়ে আছে লা লিগার দলগুলো। ইংল্যান্ডের সঙ্গে স্পেনের ক্লাবগুলোর আয়ের পার্থক্য কমিয়ে আনতে চান তেবাস।

“বাণিজ্যিক দিক থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের সঙ্গে আমদের তুলনা করা অসম্ভব। আমরা ওদের কাছে যাওয়ার চেষ্টা করছি।”

এশিয়ায় যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে স্পেনের ক্লাবগুলোর। যুক্তরাষ্ট্রেও নিজেদের দলগুলোকে জনপ্রিয় করতে চান তেবাস।