আতলেতিকো মিনেইরো ছাড়লেন রোনালদিনিয়ো

আতলেতিকো মিনেইরো ছেড়েছেন দুইবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড় রোনালদিনিয়ো। সোমবার ব্রাজিলের ক্লাবটি খবরটি নিশ্চিত করেছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2014, 06:25 AM
Updated : 31 July 2014, 09:17 AM

ভবিষ্যৎ ঠিকানা সম্পর্কে এখনও কিছু জানাননি রোনালদিনিয়ো। বুধবার এক সংবাদ সম্মেলনে রোনালদিনিয়ো ও মিনেইরোর সভাপতি এ বিষয়ে বিস্তারিত জানাবেন। বিশ্বকাপজয়ী এই তারকা ওখানেই নিজের ভবিষ্যৎ পরিষ্কার করবেন বলে জানিয়েছেন তার এজেন্ট।

রোনালদিনিয়ো এখনই অবসর নিচ্ছেন না বলেও নিশ্চিত করেন তার এজেন্ট।

এ বছরের ডিসেম্বর পর্যন্ত মিনেইরোর সঙ্গে চুক্তি ছিল সাবেক এই বার্সেলোনা ও এসি মিলান তারকার। তবে মেয়াদ শেষ হওয়ার আগে দু-পক্ষের মধ্যে বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমেই দল ছাড়ছেন তিনি।

২০০৪ ও ২০০৫ সালে ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা রোনালদিনিয়ো ২০১২ সালে মিনেইরোতে যোগ দেন। দলটির হয়ে গত মৌসুমে লাতিন আমেরিকার সেরা ক্লাব প্রতিযোগিতা 'কোপা লিবের্তাদোরেস'সহ মোট তিনটি শিরোপা জেতেন ব্রাজিলের এই খেলোয়াড়।

তাছাড়া গত মৌসুমে লাতিন আমেরিকার সেরা খেলোয়াড় নির্বাচিত হন রোনালদিনিয়ো।