মামলা থেকে রেহাই নেই মেসির

মামলা থেকে রেহাই পাচ্ছেন না বার্সেলোনা তারকা লিওনেল মেসি। সোমবার স্পেনের একটি আদালত তার বিরুদ্ধে কর ফাঁকির মামলা চালিয়ে যাওয়ার অদেশ দিয়েছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2014, 05:43 PM
Updated : 29 July 2014, 05:09 AM

আর্জেন্টিনার অধিনায়ক নন, পরিবারের আর্থিক ব্যাপারগুলো তার বাবা হোর্হে দেখাশোনা করেন জানিয়ে গত জুনে সরকারী কৌসুলি মেসির ওপর থেকে মামলা তুলে নেয়ার সুপারিশ করেছিলেন।

বিচারক মনে করেন, মেসি আর্থিক ব্যাপারগুলো জানতেন আর তার অনুমোদনও প্রয়োজন ছিল। তাই মামলা থেকে তাকে রেহাই দেয়া যাবে না।

গত বছর ৪০ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগে মেসি ও তার বাবার বিরুদ্ধে মামলা করা হয়।অভিযোগে বলা হয়,  ২০০৬ থেকে ২০০৯ সালে ভুয়া রিটার্ন দাখিল করে এই কর ফাঁকি দিয়েছেন তারা। তবে দুজনই এই অভিযোগ অস্বীকার করেন।

মেসি বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড়দের একজন। ফোর্বস ম্যাগাজিনের হিসেব অনুযায়ী এক বছরে বোনাস ও বেতনসহ মেসির আয় ৪ কোটি ডলারেরও বেশি। এছাড়া পৃষ্ঠপোষকদের কাছ থেকেও প্রায় ২ কোটি ৩০ লাখ ডলার পান তিনি।