মাঠে ফিরছেন ফালকাও

দীর্ঘ অপেক্ষার পর মাঠে ফিরতে যাচ্ছেন তারকা স্ট্রাইকার রাদামেল ফালকাও। আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া এমিরেটস কাপে ভালেন্সিয়ার বিপক্ষে কলম্বিয়ার এই খেলোয়াড়কে পাওয়ার আশা করছেন মোনাকোর কোচ লিওনার্দো জারদিম।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2014, 03:20 PM
Updated : 28 July 2014, 03:20 PM

ফ্রান্সের একটি দৈনিক পত্রিকাকে জারদিম বলেন, "আমার মনে হয়, এমিরেটস কাপে সে আবারো খেলা শুরু করতে পারবে। এখন সে (চোট থেকে) সুস্থ হয়ে ওঠার শেষ পর্যায়ে আছে।"

গত জানুয়ারিতে হাঁটুর লিগামেন্টে মারাত্মক চোট পান ২৮ বছর বয়সী ফালকাও, তারপর থেকেই ফুটবলের বাইরে তিনি। এই চোটের কারণে ব্রাজিল বিশ্বকাপেও খেলতে পারেননি আতলেতিকো মাদ্রিদের সাবেক এই স্ট্রাইকার। তবে এবার বুঝি অপেক্ষার শেষ হতে চলেছে।

চার দলের অংশগ্রহণে আগামী ২-৩ অগাস্ট আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে নতুন মৌসুমের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট এমিরেটস কাপ হবে। মোনাকো ও আর্সেনাল ছাড়া বাকি দুই দল হলো পর্তুগালের বেনফিকা ও স্পেনের ভালেন্সিয়া।

গত মৌসুমে মোনাকোর হয়ে ফরাসি লিগে ৯টি গোল করেছিলেন ফালকাও।