কমনওয়েলথ গেমস সাঁতারে বাংলাদেশের হতাশা

হতাশা নিয়েই শেষ হলো কমনওয়েলথ গেমসে বাংলাদেশের সাঁতারুদের অভিযান। স্কটল্যান্ডের গ্লাসগোয় এই প্রতিযোগিতায় ছেলেদের ৫০ মিটার ফ্রিস্টাইলেও হিট থেকে বাদ পড়েছেন মাহফিজুর রহমান। সব মিলিয়ে ৬৯ জনের মধ্যে ৩৬তম হয়েছেন বাংলাদেশের এই সাঁতারু।

স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2014, 11:45 AM
Updated : 28 July 2014, 11:45 AM

সোমবার ৫০ মিটার ফ্রিস্টাইলে ৬ নম্বর হিটে ২৪.৬৩ সেকেণ্ড সময় নিয়ে আটজনের মধ্যে সবার শেষে সাঁতার শেষ করেন মাহফিজুর। সেমি-ফাইনালে যে ১৬ জন জায়গা করে নেন, তাদের মধ্যে সবশেষ জনের (১৬তম) টাইমিং ২৩.২৩ সেকেন্ড।

এর আগে ১০০ মিটার ফ্রিস্টাইলেও হিট থেকে বাদ পড়েন মাহফিজুর, ৬৬ জনের মধ্যে ২৮তম হয়েছিলেন তিনি।

আর মেয়েদের ৫০ মিটার ও ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকেও হিট থেকে বাদ পড়েছিলেন বাংলাদেশের সাঁতারু মাহফুজা খাতুন। ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে সব মিলিয়ে হিটে ৩৫ জনের মধ্যে ২৬তম হয়েছিলেন মাহফুজা। ১০০ মিটারে ৩৮ জনের মধ্যে ৩৫তম হন তিনি।