রদ্রিগেসে আস্থা বেকহ্যামের

রিয়াল মাদ্রিদে যোগ দিয়েই ইতিহাস গড়ার স্বপ্নের কথা জানিয়েছিলেন হামেস রদ্রিগেস। দলটির সাবেক তারকা ডেভিড বেকহ্যামেরও বিশ্বাস, রিয়ালের জার্সিতে সফল হওয়ার সব যোগ্যতাই আছে কলম্বিয়ার এই মিডফিল্ডারের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2014, 11:33 AM
Updated : 27 July 2014, 11:36 AM

২৩ বছর বয়সী রদ্রিগেস যোগ দেওয়ায় গত মৌসুমের ইউরোপ সেরা রিয়ালের শক্তি এবার আরো বাড়বে বলেই মনে করেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বেকহ্যাম।

রদ্রিগেসের প্রশংসায় বেকহ্যাম বলেন, "সে অসাধারণ খেলোয়াড়, অবশ্যই বিশ্বকাপটা তার দারুণ কেটেছে। সে উঠতি খেলোয়াড়, খুবই মেধাবী এবং আমার মতে সে বিশ্বকাপের সেরা গোলটা করেছে"।

উরুগুয়ের বিপক্ষে রদ্রিগেসের দুর্দান্ত ভলিটি আসরের সেরা গোল নির্বাচিত হয়।

"রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থক হিসেবে রিয়ালে তাকে দেখে আমি খুশি" যোগ করেন রিয়ালের হয়ে ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত খেলা বেকহ্যাম।

ব্রাজিল বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার 'গোল্ডেন বুট' জয়ী রদ্রিগেস অন্যতম বড় তারকা হিসেবেই রিয়ালে যোগ দেন। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বিশ্বকাপে ছয় গোল করা লাতিন আমেরিকার এই তারকাকে কিনতে ৮ কোটি ইউরোর খরচ করতে হয়েছে স্পেনের সফলতম দলটিকে। টাকার এই অঙ্ক ঠিক হলে রদ্রিগেস এখন বিশ্বের চতুর্থ দামি খেলোয়াড়।