টেলিকম কাপের ফাইনালে বায়ার্ন

লম্বা সময়ের পিঠের চোট কাটিয়ে মাঠে ফিরেই গোল করেছেন ফরাসি ফরোয়ার্ড ফ্র্যাঙ্ক রিবেরি। জয় পেয়েছে তার দল বায়ার্ন মিউনিখও। নতুন মৌসুম শুরুর আগের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট 'টেলিকম কাপের' ফাইনালে উঠেছে গত মৌসুমের বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2014, 07:52 AM
Updated : 27 July 2014, 09:44 AM

বরুসিয়া মনশেনগ্লাডবাখের সঙ্গে নির্ধারিত সময় ২-২ গোলে সমতার পর টাইব্রেকারে ৫-৪ গোলে জিতে বায়ার্ন। এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই ৬০ মিনিটের।

ভলফ্সবুর্গের বিপক্ষে রোববার ফাইনাল খেলবে জার্মানির সফলতম দলটি।

হামবুর্গে শনিবার শেষ চারের এই ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে রবের্ত লেভানদোভস্কির গোলে এগিয়ে যায় বায়ার্ন। দর্শনীয় এক চিপে সামনে থাকা এক ডিফেন্ডার এবং গোলরক্ষককে বোকা বানান পোল্যান্ডের এই স্ট্রাইকার।

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে জোরালো শটে ব্যবধান ২-০ করেন রিবেরি।   

ওই ব্যবধানে জয় নিশ্চিত হতো বায়ার্নের কিন্তু শেষ দিকে দু-দুটো পেনাল্টি পায় মনশেনগ্লাডবাখ এবং তা থেকে ২-২ গোলে সমতা ফেরান ফরোয়ার্ড ম্যাক্স ক্রুজ।