ইংরেজি বাধ্যতামূলক ইউনাইটেডে

স্প্যানিশ বা ইতালিয়ান নয়, অন্য কোনো ভাষাও চলবে না। মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের একমাত্র ভাষা হবে ইংরেজি-ক্লাবের নতুন কোচ লুইস ফন গাল এই হুকুম জারি করেছেন বলে জানিয়েছেন ইউনাইটেডে নাম লেখানো স্পেনের মিডফিল্ডার হুয়ান মাতা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2014, 09:44 AM
Updated : 26 July 2014, 09:46 AM

মাতার সঙ্গে ইউনাইটেডে আছেন স্পেনের আরেক খেলোয়াড় আন্দের এররেরা। তবে মাঠে বসে স্বদেশির সঙ্গে স্প্যানিশ ভাষায় কথা বলার কোনো উপায় নেই।

"আমরা ইংরেজিতে কথা বলি। কোচ বলে দিয়েছেন, আমাদের ইংরেজিতে কথা বলতে হবে।"

ম্যানচেস্টার ইউনাইটেডের স্প্যানিশ বা ডাচ অথবা পর্তুগিজ ভাষাভাষী খেলোয়াড়দের মধ্যে যাদের ইংরেজিটা ভালো জানা নেই, তাদের তাহলে শিগগিরই ইংরেজি পাঠে মনোযোগ দিতে হবে।