ম্যান ইউর অধিনায়ক হতে চান রুনি

ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য নতুন অধিনায়ক খুঁজে পেতে খুব একটা কষ্ট করতে হবে না লুইস ফন গালকে। দলকে নেতৃত্ব দেয়ার ইচ্ছের কথা এরই মধ্যে জানিয়ে দিয়েছেন ইংল্যান্ডের স্ট্রাইকার ওয়েইন রুনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2014, 08:06 AM
Updated : 26 July 2014, 08:06 AM

নেমানিয়া ভিদিচ, প্যাট্রিস এভরা, রিও ফার্ডিন্যান্ড ও রায়ান গিগসের অবসেরর পর অধিনায়ক নিয়ে ভাবতে হচ্ছে ইউনাইটেডের নতুন কোচকে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুনি তার ইচ্ছার কথা বলেন।

"অবশ্যই আমি অধিনায়কত্ব পছন্দ করব। কিন্তু কোচ কাকে বেছে নেবে, এটা তার সিদ্ধান্ত।"

প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির বিপক্ষে ইউনাইটেডের ৭-০ গোলের জয়ে অধিনায়কত্ব করেন ড্যারেন ফ্লেচার।

এ ছাড়া ফন গালের হাতে আছেন তারই স্বদেশি রবিন ফন পের্সি। ব্রাজিল বিশ্বকাপে নেদারল্যান্ডসের নেতৃত্ব দেন এই ডাচ স্ট্রাইকার।   

গত বুধবারের এই ম্যাচে রুনি অধিনায়কের বাহুবন্ধনী না পরলেও ভালো খেলেন। জোড়া গোল করেন তিনি।

নতুন অধিনায়ক বানানোর আগে কোচ অনেক যাচাই-বাছাই করবেন বলেই বিশ্বাস রুনির।

"আমার মনে হয়, তিনি খেলোয়াড়দের নিয়ে কাজ করতে চান এবং এরপর অধিনায়ক নির্বাচন করবেন।"

অধিনায়ক যিনিই হন, ম্যানচেস্টার ইউনাইটেড নতুন মৌসুমে ভালো কিছু পাবে বলেই মনে করেন রুনি।

"আমরা শিরোপা জিততে পারি। আমরা জানি, গত মৌসুমটা আমাদের বাজে গেছে। কিন্তু আমরা আত্মবিশ্বাসী, এ মৌসুমে সবকিছু ঠিকঠাক হবে। আমাদের বিশ্বাস করতে হবে যে, আমরা শিরোপা জিততে পারি।"

গত মৌসুমে সপ্তম অবস্থানে থেকে লিগ শেষ করে ইউনাইটেড।