রূপা এনে দিলেন বাকি

স্কটল্যান্ডের গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে বাংলাদেশকে রৌপ্য পদক এনে দিয়েছেন আবদুল্লাহ হেল বাকি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2014, 03:19 PM
Updated : 25 July 2014, 07:08 PM
শুক্রবার ফাইনালে ২০৫.৩ স্কোর করে সোনা জেতেন ভারতের অভিনব বিন্দ্রা। ২০২.১ স্কোর করে রূপা জেতেন বাকি। কোয়ালিফিকেশন রাউন্ডে পঞ্চম অবস্থানে ছিলেন এই শুটার। বাংলাদেশের আরেক শুটার রাব্বি হাসান মুন্না ছিলেন ১৫ নম্বর অবস্থানে।

এই ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতেন ইংল্যান্ডের ড্যানিয়েল রিভার্স।

মেয়েদের দশ মিটার এয়ার পিস্তলে ফাইনালে উঠে অষ্টম হন আরমিন আশা। কোয়ালিফিকেশন রাউন্ডে তিনি ছিলেন ষষ্ঠ অবস্থানে। বাংলাদেশের আরেক প্রতিযোগী আরদিনা ফেরদৌস হন দশম।

ছেলেদের স্কিট শুটিংয়ের প্রথম দিনের কোয়ালিফিকেশনে ১৮তম হয়েছেন নুর সেলিম।

পুরুষদের ৬৯ কেজি ওজন শ্রেণির বক্সিংয়ে শেষ ষোলোতেই পৌঁছাতে পারেননি মোহাম্মদ আরিফ হোসেইন। জ্যামাইকার কেস্টনা ডেভিসের কাছে হেরে বিদায় নেন তিনি।