কোস্টা রিকার কোচ থাকবেন না পিন্তো

ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে খেলা কোস্টা রিকার কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন হোর্হে লুইস পিন্তো। দেশটির ফুটবল কর্তাদের সঙ্গে মতের অমিলের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন কলম্বিয়ার এই কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2014, 08:21 AM
Updated : 25 July 2014, 08:21 AM

সহকারীসহ নিজের অন্যান্য কোচিং স্টাফ বেছে নিতে চেয়েছিলেন পিন্তো। কিন্তু কোস্টা রিকার ফুটবল কর্তারা তাকে এই স্বাধীনতা দিতে চাননি। এর জের ধরেই সরে দাঁড়াচ্ছেন তিনি।

বৃহস্পতিবার নিজের ওয়েবসাইটে খবরটি দেন পিন্তো।

“চুক্তিতে পৌঁছানো সম্ভব ছিল না। আমি নিজেকে প্রশ্ন করি-ব্রাজিলে পাওয়া জয়গুলো কী কাজে লাগলো?”

কোস্টা রিকার ফুটবল ফেডারেশনের সভাপতি এদুয়ার্দো লি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, চুক্তির বিষয়ে দুই পক্ষ একমত হতে পারেনি।
পিন্তোর সঙ্গে কোস্টা রিকার ফুটবল ফেডারেশনের বর্তমান চুক্তির মেয়াদ জুলাই মাস পর্যন্ত।
ব্রাজিল বিশ্বকাপে সাবেক তিন বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি, উরুগুয়ে ও ইংল্যান্ডের গ্রুপে পড়েছিল কোস্টা রিকা। কিন্তু অসাধারণ প্রতি আক্রমণাত্মক ফুটবল খেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে তারা।
এর পর টাইব্রেকারে গ্রিসকে হারিয়ে শেষ আটেও পৌঁছায় পিন্তোর দল। তবে টাইব্রেকারে নেদারল্যান্ডসের কাছে হেরে শেষ হয় তাদের স্বপ্ন-দৌড়।