জাপানের নতুন কোচ হাভিয়ের আগুইররে

জাপানের নতুন কোচ হলেন হাভিয়ের আগুইররে। জাপানের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আলবের্তো জাক্কেরনির জায়গায় মেক্সিকোর সাবেক এই কোচকে নিয়োগ দিয়েছে জাপানের ফুটবল ফেডারেশন।

স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2014, 05:29 PM
Updated : 24 July 2014, 05:29 PM

জাপানের একটি সংবাদ সংস্থা জানায়, অগাস্টের মাঝামাঝি জাপানে যাবেন আগুইররে।

মেক্সিকোর ২০০২ ও ২০১০ বিশ্বকাপের কোচ আগুইররে গত মৌসুমে ছিলেন স্পেনের লা লিগার ক্লাব এসপানিওলের দায়িত্বে।

তার চুক্তির ব্যাপারে এখনো বিস্তারিত কিছু জানায়নি জাপানের ফুটবল ফেডারেশন।

জাপান দলে জাক্কেরনির চার বছরের মেয়াদ শেষ হয় ব্রাজিল বিশ্বকাপে। গ্রুপে সবার নিচে থেকে বিশ্বকাপ শেষ করে ইতালির কোচ জাক্কেরনির জাপান।