কমনওয়েলথ গেমসের হিটেই বাদ মাহফুজা

স্কটল্যান্ডের গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে মেয়েদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক সাঁতারের হিট থেকেই বাদ পড়েছেন মাহফুজা খাতুন। সব মিলিয়ে হিটে ৩৫ জনের মধ্যে ২৬তম হয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2014, 12:29 PM
Updated : 24 July 2014, 04:35 PM

বৃহস্পতিবার ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকের দুই নম্বর হিটে পঞ্চম হতে মাহফুজা সময় নেন ৩৫.৮৮ সেকেন্ড। তাই সেমি-ফাইনালে আর জায়গা হয়নি তার। সেমি-ফাইনালে সুযোগ পাওয়া ১৬ জনের মধ্যে সর্বোচ্চ টাইমিং ছিল ৩৩.২৮ সেকেন্ড।

আগামী রোববার ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক সাঁতারের হিটে অংশ নেবেন মাহফুজা।
কমনওয়েলথ গেমসে বৃহস্পতিবার সাইক্লিংয়েও খারাপ করেছে বাংলাদেশের অ্যাথলেটরা। পুরুষদের স্প্রিন্ট কোয়ালিফাইংয়ে সবার শেষের দুটি স্থান পেয়েছেন বাংলাদেশের দুই সাইক্লিস্ট ইফতেখার রিফাত ও তরিকুল ইসলাম।

সাইক্লিংয়ে ছেলেদের দলগত স্প্রিন্টের কোয়ালিফিকেশনে বাংলাদেশ সব শেষ স্থান পায়।

ছেলেদের দলীয় টেবিল টেনিসের গ্রুপ পর্বে নাইজেরিয়ার কাছে ৩-০ ব্যাবধানে হেরে গেছে বাংলাদেশ।

স্কটল্যান্ডের গ্লাসগোয় সেল্টিক পার্কে বুধবার রাতে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা ওঠে কমনওয়েলথ গেমসের। গেমসের ২০তম আসরে অংশ নিচ্ছে ৭১টি দেশ ও অঞ্চলের প্রায় সাড়ে চার হাজার ক্রীড়াবিদ।