ডোপিংয়ে শাস্তি কমানো নিয়ে ক্ষুব্ধ বোল্ট

ডোপিংয়ের শাস্তি কমানোর উদাহরণ ভালো মনে করছেন না উসাইন বোল্ট। অ্যাথলেটিক্সে ডোপিং বিরোধী কর্মকর্তারা 'ভুল বার্তা' দিচ্ছে বলেই বিশ্বাস ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে বিশ্ব রেকর্ডের মালিকের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2014, 12:33 PM
Updated : 23 July 2014, 01:25 PM

সম্প্রতি দুটি শাস্তির ধরণ দুই রকম হওয়াতেই ক্ষোভ প্রকাশ করেন বোল্ট। ডোপিং করার দায়ে জ্যামাইকার স্প্রিন্টার আসাফা পাওয়েলকে ১৮ মাসের জন্য নিষিদ্ধ করা হয়।

এর পর যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার টাইসন গে ডোপিংয়ের দায়ে এক বছরের জন্য নিষেধাজ্ঞা পান। কর্মকর্তাদের সহযোগিতা করার জন্যই শাস্তিটা কম হয়েছে তার।

পুরো বিষয়টি নিয়ে বোল্ট সন্তুষ্ট হতে পারছেন না।

"এই বিষয়টি নিয়ে এবং যেভাবে এটা ঘটল, তাতে আমি আসলে খুশি নই...আমি মনে করি ক্রীড়াজগতে এটা ভুল বার্তা পাঠাচ্ছে। এটা বোঝাচ্ছে, আপনি এটা (ডোপিং) করতে পারেন এবং আমাদের সহযোগিতা করলে শাস্তিও কমিয়ে নিতে পারেন।"