যুক্তরাষ্ট্র সফরসূচি নিয়ে ক্ষুব্ধ ফন গাল

মাত্রাতিরিক্ত ভ্রমণ করতে হবে বলে যুক্তরাষ্ট্র সফরসূচি নিয়ে ক্ষুব্ধ ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ লুইস ফন গাল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2014, 10:52 AM
Updated : 23 July 2014, 11:13 AM

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়ার পর এই প্রথম ক্লাবের কোনো ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন এই ডাচ কোচ।

৬২ বছর বয়সী ফন গাল সফরে দলের জন্য এর ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন।

"অনেক দূরত্ব ভ্রমণ করতে হবে। অনেক বেশি বিমানে চড়তে হবে। আপনার 'জেটল্যাগ' এ পড়তে হবে। ভালো প্রস্তুতির জন্য এগুলো ইতিবাচক নয়।"

প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ খেলতে যাচ্ছে ইউনাইটেড। এই টুর্নামেন্টের ফাইনালে উঠলে কমপক্ষে ১৩ হাজার ৫০০ মাইল ভ্রমণ করতে হবে খেলোয়াড়দের।

বুধবার প্যাস্যাডেনায় লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির বিপক্ষে মাঠে নামবে ইউনাইটেড।

আগামী শনিবার ডেনভারে তাদের প্রতিপক্ষ ইতালির ক্লাব এএস রোমা। ৩০ জুলাই ওয়াশিংটনে একই দেশের ক্লাব ইন্টার মিলানের বিপক্ষে খেলবে ইউনাইটেড। আর ২ গাস্ট মিশিগানে তাদের প্রতিপক্ষ চ্যাম্পিয়ন্স লিগজয়ী রিয়াল মাদ্রিদ।