'ডোপপাপী' রানির ঘোড়া!

ব্রিটেনের রানি এলিজাবেথের দৌড়ের ঘোড়ার শরীরে নিষিদ্ধ উপাদান মরফিন পাওয়া গেছে। বাকিংহ্যাম প্যালেস মঙ্গলবার জানায়, এস্টিমেট নামের এই ঘোড়া থেকে নেয়া নমুনার ডোপ পরীক্ষার পর বিষয়টি ধরা পড়ে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2014, 05:39 AM
Updated : 23 July 2014, 05:39 AM

রানির ঘোড়দৌড় বিষয়ক উপদেষ্টা জন ওয়ারেন এক বিবৃতিতে জানান, ব্রিটেনের ঘোড়দৌড় কর্তৃপক্ষ প্রতিযোগিতার পর এস্টিমেটের শরীর থেকে নমুনা নেয়ার পর তাতে মরফিনের উপস্থিতি ধরা পড়ে।

তিনি দাবি করেন, খাবার থেকে ঘোড়ার শরীরে এই নিষিদ্ধ উপাদান যেতে পারে। আস্তাবলে পাঠানো খাবারে কিভাবে নিষিদ্ধ উপাদান গেল তা সরবরাহকারী প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে খতিয়ে দেখা হচ্ছে।