দুঙ্গাকেই বেছে নিল ব্রাজিল

বিশ্বকাপ ব্যর্থতার দায় মাথায় নিয়ে বিদায় নেয়া কোচ লুইস ফেলিপে স্কলারির জায়গায় দুঙ্গাকে নিয়োগ দিয়েছে ব্রাজিলের ফুটবল সংস্থা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2014, 02:57 PM
Updated : 23 July 2014, 07:42 AM

দ্বিতীয়বারের মতো ব্রাজিলের কোচের দায়িত্ব পেলেন সাবেক এই রক্ষণাত্মক মিডফিল্ডার। ২০১০ বিশ্বকাপে স্বদেশের কোচ ছিলেন দুঙ্গা। সেবারের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নিয়েছিল পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।

ফের স্বদেশের ফুটবলের দায়িত্ব পেয়ে ভীষণ আনন্দিত ৫০ বছর বয়সী দুঙ্গা। সাংবাদিকদের তিনি বলেন, “ফিরে আসতে পেরে আমি খুব খুশি।”

১৯৯৪ সালে দুঙ্গার অধিনায়কত্বে চতুর্থ বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল।

২০০৬ সালে ব্রাজিলের কোচ হিসেবে প্রথম দায়িত্ব পান দুঙ্গা। কোচিং ক্যারিয়ারের ওই অধ্যায়ে দুঙ্গার বিশ্বকাপ অভিযানটা সুখকর না হলেও তার অধীনেই ২০০৭ সালে কোপা আমেরিকা ও ২০০৯ সালে কনফেডারেশন্স কাপ জিতেছিল দেশটি।

দেশের মাটিতে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জিততে 'বিগ ফিল' নামে পরিচিত স্কলারিকে ফিরিয়ে এনেছিল ব্রাজিল। কিন্তু সেমি-ফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলের প্রতিরোধহীন হারে সেই স্বপ্ন ভাঙে স্বাগতিকদের।

এরপর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৩-০ গোলে হারার পর সরে দাঁড়াতে বাধ্য হন স্কলারি ও তার কোচিং স্টাফরা।