নতুন মৌসুমের জন্য প্রস্তুত রোনালদো

গেল মৌসুমের শেষ দিকে পায়ের চোট অনেক ভুগিয়েছে ক্রিস্তিয়ানো রোনালদোকে। বিশ্বকাপেও সেটার প্রভাব ছিল। তবে চোট কাটিয়ে, বিশ্বকাপ হতাশা দূরে ঠেলে নতুন মৌসুমের জন্য পুরোপুরি প্রস্তুত রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2014, 12:20 PM
Updated : 22 July 2014, 12:20 PM

গত সপ্তাহে শেষ হওয়া ব্রাজিল বিশ্বকাপে পর্তুগালের অভিযান চরম হতাশায় শেষ হয়। তিন ম্যাচের মধ্যে একটি করে জয়, পরাজয় ও ড্রয়ে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ে তারা। একটি মাত্র গোল করেন রোনালদো।

তবে হতাশা ভুলে ক্লাবের হয়ে এবার আরো শিরোপা জিততে চান ফিফা ব্যালন ডি'অর জয়ী রোনালদো। গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা দেল রেতে চ্যাম্পিয়ন হয় রিয়াল।

“প্রতি বছরের মতো এবারের মৌসুমেও আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো। সেরা হতে চেষ্টা করবো, দলকে সাহায্য করতে, গোল করতে এবং শিরোপা জিততে চেষ্টা করবো।”

টোকিওতে এক অনুষ্ঠানে পর্তুগালের এই তারকা জানান, এখন পুরোপুরি সুস্থ আছেন তিনি।

“আমি সঠিক লক্ষ্যেই আছি। আমার চোট সেরে গেছে। আমি খুব, খুব ভালো অনুভব করছি।”

ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতায় আরো ছয় থেকে সাত বছর খেলার ইচ্ছাও প্রকাশ করেন দুইবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা রোনালদো।

আগামী ২৩ অগাস্ট থেকে শুরু হবে লা লিগার ২০১৪-১৫ মৌসুম।