খেলোয়াড় কেনার খরচে সীমা নেই ম্যান ইউর

গত মৌসুমের হতাশা কাটিয়ে সাফল্যের চূড়ায় পৌঁছাতে সম্ভব সবকিছু করতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড। শিরোপা জয়ের লক্ষ্যে খেলোয়াড় কিনতে যত টাকাই লাগুক, খরচ করতে রাজি ক্লাব কর্তৃপক্ষ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2014, 11:17 AM
Updated : 21 July 2014, 11:17 AM

সাউথহ্যাম্পটন থেকে ডিফেন্ডার লুক শকে এবং আথলেতিক বিলবাও মিডফিল্ডার আন্দের এররেরাকে দলে টানতে ইতোমধ্যে পাঁচ কোটি ৬০ লাখ পাউন্ড খরচ করেছেন দলটির নতুন কোচ লু্‌ইস ফন গাল। আগামী কয়েক সপ্তাহে ওল্ড ট্র্যাফোর্ডে আরো কয়েকজন খেলোয়াড় যোগ হবে বলে নিশ্চিত করেন ক্লাবের এক্সিকিউটিভ ভাইস-চেয়ারম্যান এড উডওয়ার্ড।

তিনি জানান, দলের প্রয়োজনে খেলোয়াড় কিনতে কোনোরকম কার্পণ্য করবে না ম্যানচেস্টার ইউনাইটেড।

"নির্দিষ্ট কোনো বাজেট নেই। অর্থনৈতিকভাবে আমরা খু্ব শক্তিশালী। শিরোপা জিততে যা প্রয়োজন আমরা তা করতে চাই।"

গত বছর এই সময়ের দল বদলের বাজারে তেমন কোনো বড় তারকাকে দলে টানতে ব্যর্থ হয় ইংল্যান্ডের অন্যতম সফল দলটি। খেলায় তার প্রভাবও পড়ে। ইংলিশ প্রিমিয়ার লিগে সপ্তম স্থানে থেকে মৌসুম শেষ হয় তাদের।

দল বদলের বাজারে এবার আর পুরনো সেই হতাশার পুনরাবৃত্তি হবে না বলে প্রতিশ্রুতি দেন উডওয়ার্ড।