ইংল্যান্ড ছেড়ে যুক্তরাষ্ট্রে ল্যাম্পার্ড?

ইংল্যান্ডে দীর্ঘ ক্যারিয়ার ছেড়ে এবার যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে যোগ দিতে যাচ্ছেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। ইংল্যান্ডের এই তারকা মিডফিল্ডার এমএলএস'র নতুন দল নিউ ইয়র্ক সিটি এফসিতে যোগ দিতে পারেন বলে বিবিসি স্পোর্ট জানিয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2014, 09:40 AM
Updated : 19 July 2014, 09:40 AM

গত মৌসুমে চেলসির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে ল্যাম্পার্ডের। স্ট্যামফোর্ড ব্রিজের দলটির হয়ে ১৩ বছরের ক্যারিয়ারে একটি চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি প্রিমিয়ার লিগ শিরোপাসহ মোট ১৩টি শিরোপা জেতেন ল্যাম্পার্ড।

এমএলএসের আগামী বছরের আসর থেকে প্রতিযোগিতায় অংশ নেবে ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার সিটির মালিকানাধীন যুক্তরাষ্ট্রের নতুন এই দল।

জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলার পর বর্তমানে ছুটি কাটাচ্ছেন ৩৬ বছর বয়সী ল্যাম্পার্ড। এবার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ে ইংল্যান্ড।