শুরু হলো ব্রাজিল দলের পুনর্গঠন

দেশের মাটির বিশ্বকাপে ব্যর্থতার ধাক্কা সামলে উঠে এবার পুনর্গঠন কাজ শুরু করেছে ব্রাজিল। প্রথম পদক্ষেপ হিসেবে সরে দাঁড়ানো কার্লোস আলবের্তো পাহেইরার শূন্য জায়গা পূরণ করেছে তারা। ব্রাজিল দলের নতুন টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে ১৯৯৪ বিশ্বকাপ জয়ী দলের সদস্য গোলরক্ষক জিলমার রিনালদিকে নিয়োগ দিয়েছে ব্রাজিলের ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2014, 12:37 PM
Updated : 19 July 2014, 01:36 PM

দায়িত্ব পেয়েই ব্যাপক সংস্কারের ঘোষণা দিলেন ১৯৯৪ বিশ্বকাপ দলে ব্রাজিলের তৃতীয় গোলরক্ষক হিসেবে থাকা রিনালদি।

“কাউকে নকল করতে হবে না আমাদের। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আমরা কী চাই সেটা ঠিক করাটা।”

সুন্দর ফুটবল ব্রাজিলের মানুষের প্রথম চাওয়া, এটা সবাই-ই জানে। এর সঙ্গে সাফল্যও আনতে হবে। আর এটা করতে একেবারে তৃণমূল থেকে কাজ করতে চান তার ১৯৯৪ বিশ্বকাপের কোচের জায়গা নেয়া রিনালদি।

৫৫ বছর বয়সী রিনালদি ফুটবল থেকে অবসর নেয়ার পর ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গোর ফুটবল তদারককারী হিসেবে কাজ করেন।

ফ্ল্যামেঙ্গোতে এই পদে দু'বছর কাটানোর পর খেলোয়াড়দের এজেন্ট হিসেবে কাজ করছিলেন রিনালদি। ব্রাজিল জাতীয় ফুটবল দলের দায়িত্ব নেয়ার পর এ কাজ ছেড়ে দিতে হচ্ছে তাকে।

বিশ্বকাপে ব্যর্থতার পর জাতীয় দলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হয়েছে লুইস ফেলিপে স্কলারিকে।

প্রধান কোচসহ ব্রাজিলের কোচিং স্টাফের ওপরের সারির পদগুলো শিগগিরই পূরণ করার কথা বলেন সিবিএফের বিদায়ী প্রেসিডেন্ট জোসে মারিয়া মারিন। তবে এটা তারা দেখেশুনেই করবেন বলে জানান তিনি।