আর্সেনালে ফ্রান্সের দেবুশি

আর্সেনাল নাম লেখালেন ফ্রান্সের রাইট ব্যাক ম্যাথিউ দেবুশি। বৃহস্পতিবার তাকে কেনার ঘোষণা দিলেও তার ট্রান্সফার ফির বিষয়ে কিছুই জানায়নি লন্ডনের ক্লাবটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2014, 09:00 AM
Updated : 18 July 2014, 09:00 AM

ব্রাজিল বিশ্বকাপে ভালো খেলা উপহার দেয়া দেবুশিকে আর্সেনাল মূলত দলে টানে আরেক ফরাসি বাকারি সানিয়ার বিকল্প হিসেবে। গত মৌসুমের শেষের দিকে ফ্রি ট্রান্সফারে ম্যানচেস্টার সিটিতে নাম লেখান ফ্রান্সের ডিফেন্ডার সানিয়া।

দেবুশিকে দলে নিতে পেরে খুশি আর্সেনাল কর্তৃপক্ষ। আর নিউক্যাসলে ১৮ মাস কাটানো দেবুশিও খুশি আর্সেনালে নাম লেখাতে পেরে।

ক্লাবের ওয়েবসাইটে আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গার বলেন, “আর্সেনাল ফুটবল ক্লাবে ম্যাথিউ দেবুশিকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। ক্লাব ও ফ্রান্সের হয়ে খেলে দেখিয়েছে সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করতে পারে সে।”

আর দেবুশি বলেন, “আর্সেনালের মতো বড় একটি ক্লাবে যোগ দিতে পেরে এবং এই ক্লাবের জার্সি পরতে পারব বলে আমি গর্বিত। বিশ্বের অন্যতম বড় ক্লাব এটি।”