সুয়ারেসের পক্ষে সাফাই বার্সা পরিচালকের

বিশ্বকাপে কামড়-কাণ্ডের পরেও লুইস সুয়ারেসকে দলে টানতে পিছপা হয়নি বার্সেলোনা। উরুগুয়ের এই তারকাকে কেনার পর সমালোচনার জবাবও দিয়ে যাচ্ছে ক্লাব কর্তৃপক্ষ। এবার দলটির ক্রীড়া পরিচালক আনদোনি সুবিসাররেটা সুয়ারেসের ভুলের সাফাই গাইতে গিয়ে বললেন, পৃথিবীতে কেউই শতভাগ সঠিক নন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2014, 08:37 AM
Updated : 17 July 2014, 08:39 AM

বিশ্বকাপে ইতালির জর্জো কিয়েল্লিনিকে কামড় দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ৯ ম্যাচ এবং যে কোনো ধরণের ফুটবল থেকে চার মাস নিষিদ্ধ সুয়ারেসের সঙ্গে ৫ বছরের চুক্তি করেছে বার্সেলোনা। তারকা এই স্ট্রাইকারকে লিভারপুল থেকে ৮ কোটি ১০ লাখ ইউরো ট্রান্সফার ফির বিনিময়ে ক্যাম্প নউতে আনলেও ফিফার নিষেধাজ্ঞার কারণে তাকে এখনও সমর্থকদের সামনে আনতে পারেনি বার্সেলোনা।

উরুগুয়ের এই স্ট্রাইকারকে কেনার পর থেকেই সমালোচনার তির ধেয়ে আসছে বার্সেলোনা কর্তৃপক্ষের দিকে। বার্সেলোনার কিংবদন্তি ফুটবলার

তবে বার্সেলোনার কর্তা-ব্যক্তিরা এতে বিচলিত নন। সুয়ারেসকে সমর্থন করতে গিয়ে সুবিসাররেটা  যেন দার্শনিক বনে গেলেন, “আমরা এটা মানি যে, সবাই মানুষ এবং এটাও মানি, ভুলত্রুটি আমাদের সবারই আছে। আমরা সবাই ভুল থেকে শিক্ষা নেয়ার চেষ্টা করি।”