'ফুটবলে পিছিয়ে পড়েছে ব্রাজিল'

ব্রাজিলের ফুটবল পিছিয়ে পড়ছে বলে মনে করেন দেশটির সাবেক কোচ মানো মেনেজেস। তার ধারণা, সমস্যাটা কোথায় বুঝতে পারলেও, এর সমাধানের পথ জানা নেই বলে ইউরোপের দেশগুলো ব্রাজিলকে ছাড়িয়ে যাচ্ছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2014, 12:38 PM
Updated : 16 July 2014, 12:40 PM

দেশের মাটির বিশ্বকাপে সেমি-ফাইনাল থেকে বিদায় নেয় ব্রাজিল। জার্মানির কাছে ৭-১ গোলের লজ্জায় ভেসে যায় তাদের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের আশা।

ব্রাজিলের এই দুর্দশার কারণ বিশ্লেষণ করতে গিয়ে মেনেজেস বলেন, "আমরা ঠিক জানি, আমাদের সমস্যাটা কী। কিন্তু এর সমাধান কিভাবে করতে হবে তা জানা নেই অথবা কী পদক্ষেপ নিতে হবে, সেটা বোঝার জন্য সামর্থ্যবান লোক নেই।"

জার্মান-লজ্জার পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৩-০ গোলে হারে ব্রাজিল। ব্রাজিল জুড়ে কোচ লুইস ফেলিপে স্কলারির অপসারণের দাবি ওঠে। দায় কাঁধে নিয়ে স্কলারি সরেও দাঁড়ান।

২০১০ সালে কার্লোস দুঙ্গার জায়গায় ব্রাজিলের কোচের দায়িত্ব নিয়েছিলেন মেনেজেস। তবে ২০১১ সালের কোপা আমেরিকার ব্যর্থতার পর তাকে সরিয়ে স্কলারিকে দায়িত্ব দেয়া হয়। ব্রাজিল বিশ্বকাপে ব্যর্থতার পর চলে যেতে হয় স্কলারিকেও।

মেনেজেস মনে করেন, এভাবে কোচ বদলিয়ে সমস্যার সমাধান হবে না।    

ব্রাজিলের ফুটবলের সবচেয়ে বড় সম্পদ কৌশলগত দক্ষতা, বল দখল, পাসিং আর ব্যক্তিগত নৈপুণ্য। ব্যক্তিগত নৈপুণ্য এখনো অবশিষ্ট থাকলেও বাকি সব দিক থেকে ব্রাজিল পিছিয়ে পড়ছে বলেই মনে করেন মেনেজেস।

"বর্তমানে আমাদের খেলোয়াড়রা কৌশলের দিক থেকে বাজে। আমাদের বল নিয়ন্ত্রণ খারাপ। আমাদের পাসিংও তাই।"

মেনেজেস এর সঙ্গে যোগ করেন, "আমাদের এখনো ড্রিবলিং আছে, খেলোয়াড়দের শুদ্ধ ব্যক্তিগত নৈপুণ্য প্রতিভাও আছে; কিন্তু অতীতে আমরা যেভাবে খেলোয়াড়দের উন্নয়ন ঘটাতাম, আমরা এখন জানি না-এটা কিভাবে করতে হয়।"

আর এই সব কারণেই ইউরোপের দলগুলো ব্রাজিলকে ধীরে ধীরে ছাড়িয়ে যাচ্ছে বলে মনে করেন মেনেজেস।

"আমরা দেখি, ইউরোপের ফুটবল এইগুলোর উন্নতি সাধন করেছে। এখন সবকিছুই ওরা আমাদের চেয়ে ভালো করে।"