নভেম্বরে তুরস্কের বিপক্ষে খেলবে ব্রাজিল

বিশ্বকাপের পর তুরস্ক সফর করবে ব্রাজিল ফুটবল দল। ১২ নভেম্বর ইস্তানবুলে তুরস্কের সঙ্গে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2014, 08:23 AM
Updated : 25 April 2014, 08:23 AM

ব্রাজিলের ফুটবল কনফেডারেশন বৃহস্পতিবার এই প্রীতি ম্যাচের দিনক্ষণ ঠিক হওয়ার কথা জানিয়েছে। বিশ্বকাপের পর এটি তাদের দ্বিতীয় প্রীতি ম্যাচ।

এর আগে ১১ অক্টোবর চীনের অলিম্পিক স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে খেলবে ব্রাজিল।

১৯৫০ সালের পর এবারই প্রথম বিশ্বকাপের আয়োজন করছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। জুন-জুলাইয়ে নিজেদের মাঠে বিশ্বকাপে ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন দেখছে তারা।