ন্যূনতম জয়েও খুশি আনচেলত্তি

বায়ার্ন মিউনিখকে হারালেও নিজেদের মাঠে অনেকটা কোণঠাসা হয়ে ছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচ শেষে অবশ্য বেশ খুশি কোচ কার্লো আনচেলত্তি। ক্রিস্টিয়ানো রোনালদো ও গ্যারেথ বেলের তেমন কোনো ভূমিকা ছাড়াই এই জয়ের জন্য দলের প্রশংসা করেছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2014, 10:25 AM
Updated : 24 April 2014, 11:19 AM

চ্যাম্পিয়ন্স লিগের ও মৌসুমের সর্বোচ্চ গোলদাতা রোনালদো চোট থেকে সেরে উঠে মাঠে নেমে ভালো খেলতে পারেনি। আর ফ্লু থেকে সেরে ওঠা বেল ম্যাচের শেষ ২০ মিনিট খেলেছেন। এই দুই তারকা অনুজ্জ্বল থাকলেও ম্যাচের ১৯তম মিনিটে গোল করে মূল্যবান জয় এনে দিয়েছেন স্ট্রাইকার করিম বেনজেমা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, "বেল ছাড়া আর রোনালদোর ৫০ শতাংশ দিয়ে ভালো খেলাটা খুব একটা সোজা না।"

ম্যাচের ৭৩তম মিনিটে ধুঁকতে থাকা রোনালদোর বদলি হিসেবে মাঠে নামেন বেল। তবে রোনালদো শুরুতে মাঠে নামতে পারাতেই খুশি আনচেলত্তি।

"আমরা খুব খুশি তাকে ফিরে পেয়ে। দলকে সহায়তা করার জন্য সে খুব পরিশ্রম করেছে।"

আনচেলত্তি মনে করেন, আগামী মঙ্গলবার আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন মিউনিখের মুখোমুখি হওয়ার আগে রিয়াল অল্প হলেও এগিয়ে আছে।

"ফলটা ভালোই হয়েছে। মিউনিখে আমরা আজকের মতোই আমাদের সর্বস্ব দিয়েই খেলবো।"