বেলজিয়ামকেই বেছে নিলেন ইয়ানুজাই

ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ উইঙ্গার আদনান ইয়ানুজাই আন্তর্জাতিক ফুটবলে বেলজিয়ামের হয়ে খেলাটাই বেছে নিয়েছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2014, 09:51 AM
Updated : 24 April 2014, 09:52 AM

বেলজিয়ামের জন্ম নেয়া ইয়ানুজাইয়ের আলবেনিয়ান অভিভাবকরা এসেছেন কসোভো থেকে। ম্যানচেস্টার ইউনাইটেডের ১৯ বছর বয়সী এই তারকাকে দলে নেয়ার জন্য আগ্রহ দেখিয়েছিল বেলজিয়াম, আলবেনিয়া, কসোভো ও ইংল্যান্ড। তবে জন্মভূমি বেছে নিলেন তিনি।

বেলজিয়াম জাতীয় দলের কোচ মার্ক উইলমটস বুধবার বলেন, "আদনান ইয়ানুজাই তার বাকি ক্যারিয়ার বেলজিয়াম জাতীয় দলের হয়ে খেলবে বলে আমি আনুষ্ঠানিক সম্মতি পেয়েছি।"

ইয়ানুজাইও ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়েবসাইটে তার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

গত অগাস্টে কমিউনিটি শিল্ডে উইগান অ্যাথলেটিকের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইয়ানুজাইয়ের অভিষেক হয়। এ মৌসুমে ক্লাবের হয়ে ৩২ বার মাঠে নেমেছেন তিনি। ক্লাবের হতাশাজনক খেলার মধ্যেও প্রতিশ্রুতির পরিচয় দিয়েছেন এই তরুণ।

ব্রাজিল বিশ্বকাপের বেলজিয়ামের গ্রুপে আছে আলজেরিয়া, রাশিয়া ও দক্ষিণ কোরিয়া।