কমলাপুর স্টেডিয়ামে টার্ফ বসানোর কাজ জুলাইতে শুরু

ঢাকার কমলাপুর স্টেডিয়ামে ফিফার গোল প্রকল্প থেকে পাওয়া কৃত্রিম টার্ফ বসানোর কাজ আগামী জুলাই মাসে শুরু হতে যাচ্ছে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2014, 03:01 PM
Updated : 23 April 2014, 03:01 PM

বুধবার বাফুফে ভবনে ফিফার এশিয়ান ডেভলপমেন্ট অফিসার সাজি প্রভাকরণ জানান, টার্ফ বসানোর কাজ শেষ হবে এ বছরের ডিসেম্বর মাসের দিকে।

এরই মধ্যে টার্ফ বসানোর জন্য সব আয়োজন শুরু হয়ে গেছে। বিশেষ করে দাপ্তরিক কাজগুলো আগে থেকেই এগিয়ে রাখছে বাফুফে।

কমলাপুর স্টেডিয়ামে মাঠের পুরো অংশে টার্ফ বসাতে খরচ হবে প্রায় ৭ লাখ ডলার। এর আগে গোল প্রজেক্ট-২ এর আওতায় ঢাকায় প্রথম টার্ফ বসানো হয়েছিল বাফুফে ভবন সংলগ্ন আরামবাগ বালুর মাঠে।

কমলাপুর স্টেডিয়ামের পর সিলেট অ্যাকাডেমিতেও একটি টার্ফ বসাতে চায় বাফুফে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানান, সিলেট অ্যাকাডেমি সরকারের কাছ থেকে ৫ বছরের জন্য ইজারা পেয়েছে বাফুফে। মেয়াদটা বাড়িয়ে ২০ বছর করার চেষ্টা করছে বাফুফে। আর তা হলে সিলেট অ্যাকাডেমিতেও টার্ফ বসানোর জন্য ফিফার কাছে আবেদন করবে তারা।

এছাড়া ফিফা বাফুফেকে ৭ হাজার বিশ্বকাপের বল ‘ব্রাজুকা’ দিয়েছে। সাজি প্রভাকরণ বাফুফে সভাপতির হাতে বলগুলো তুলে দেন।