চেক ও টেরির মৌসুম শেষ

মৌসুমের বাকিটা সময় মাঠের বাইরেই কাটাতে হবে চেলসি গোলরক্ষক পেতর চেক এবং ডিফেন্ডার জন টেরিকে। আতলেতিকোর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে চোট পেয়েছেন তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2014, 09:21 AM
Updated : 23 April 2014, 09:24 AM

মঙ্গলবার আতলেতিকোর মাঠ ভিসেন্তে কালদেরন স্টেডিয়ামে গোলরক্ষক চেক চোট পেয়েছেন তার ডান কনুইয়ে। আর টেরির আঘাতটি গোড়ালির গাঁটে।

আতলেতিকোর সঙ্গে গোলশূন্য ড্র ম্যাচে রাউল গার্সিয়ার সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান চেক প্রজাতন্ত্রের গোলরক্ষক। ম্যাচের ১৮ মিনিটে মাঠ ছাড়তে হয় তাকে। আর টেরি আঘাত পেয়েছেন দ্বিতীয়ার্ধে।

চোট পেয়ে মাঠ ছাড়তে হয় চেলসি ডিফেন্ডার জন টেরিকে।

দুজনের অবস্থা নিয়ে চেলসি কোচ জোসে মরিনিয়ো বলেন, “পেতর চেকের মৌসুমটা শেষ। আর জন (টেরি)... তাকে এ মৌসুমে মাঠে দেখতে চাইলে আমাদের ফাইনালে (চ্যম্পিয়ন্স লিগের) উঠতে হবে।”

আগামী বুধবার নিজেদের মাঠে আতলেতিকোর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারের দ্বিতীয় লেগের আগে চেলসির জন্য দুজনকে হারানোটা একটা বড় দু:সংবাদ।

এর আগে আগামী রোববার অ্যানফিল্ডে এই দুজনকে ছাড়াই লিভারপুলের মুখোমুখি হতে হবে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে পিছিয়ে পড়া চেলসিকে।