স্ট্যামফোর্ড ব্রিজে চেলসিকেই এগিয়ে রাখছেন সিমেওনে

নিজেদের মাঠের সুবিধাটা নিতে পারেনি আতলেতিকো মাদ্রিদ। ভিসেন্তে কালদেরনে চেলসির সঙ্গে গোলশূন্য ড্র করে তাই হতাশ কোচ দিয়েগো সিমেওনে। চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগের আগে তাই প্রতিপক্ষকেই এগিয়ে রাখছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2014, 07:51 AM
Updated : 23 April 2014, 07:51 AM

মঙ্গলবার রাতে শেষ চারের প্রথম লেগে মঙ্গলবার নিজেদের মাঠে চেলসির জমাট রক্ষণ ভাঙতে পারেনি আতলেতিকো। স্ট্যামফোর্ড ব্রিজে আতলেতিকোর কাজটা আরো কঠিন হয়ে গেল বলে মনে করছেন সিমেওনে।

“তাদের মাঠে তারা নিজেদের সমর্থক ও পরিবেশে আরো বেশি স্বস্তিতে থাকবে। তবে আমরা লড়াই করব।”

আগামী বুধবার স্ট্যামফোর্ড ব্রিজে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল।

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে আতলেতিকো কোচ বলেন, প্রথম লেগ থেকে সুনির্দিষ্ট সুবিধা কোনো দলই নিতে পারেনি।

“কঠিন একটি ম্যাচ ছিল এটা। সাধারণত সেমি-ফাইনাল যেমনটা হয়, ঠিক তেমনই ছিল ম্যাচটি। আর এই ম্যাচ থেকে সুবিধা আসলে কেউই নিতে পারেনি।”

২০১১ সালের শেষ দিকে আতলেতিকোর দায়িত্ব নেয়ার পর স্পেনের এই ক্লাবটিকে ইউরোপিয়ান ফুটবলে একটি শক্তি হিসেবে গড়ে তুলেছেন সিমেওনে। আর্জেন্টিনার এই কোচ ম্যাচে দুই দলের খেলার ধরণ নিয়েও কথা বলেন।

“আমরা দুই দল ভিন্নভাবে খেলেছি, তবে জয় এনে দেয়া গোল পাইনি।”

সিমেওনে পরোক্ষভাবে চেলসি কোচ জোসে মরিনিয়োর রক্ষণাত্মক কৌশলের সমালোচনা করলেন।

“প্রত্যেকেই তার হাতে থাকা খেলোয়াড়ের ভিত্তিতে সেরা কৌশল বেছে নেয়। শেষ পর্যন্ত সে (মরিনিয়ো) ভালো ফলটাই পেয়েছে।”